সংগৃহীত ছবি
ভোটের আগে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে কি না—তা যাচাই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নিয়মিতভাবে বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। বুধবার (১০ ডিসেম্বর) তার অংশ হিসেবে তিনি নরসিংদী পুলিশ লাইন্সে গিয়ে পুরো কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি রান্নাঘরেও প্রবেশ করেন এবং সেখানকার খাবার বানানোর ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন।
খাবারের মানে কোনো বড় ধরনের অসঙ্গতি না থাকলেও তিনি মজার ছলে একটি মন্তব্য করেন। রান্না করা মাংসের সঙ্গে আলুর পরিমাণ পরীক্ষা করে তিনি বলেন, “এখানে মনে হচ্ছে আলুই বেশি।” তিনি নিজে গুনে দেখেন যে আলুর টুকরো মাংসের চেয়ে তুলনামূলক বেশি রয়েছে। এরপর রান্নায় নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলে তাদের কাজের বিভিন্ন দিক সম্পর্কে নেন। পাশাপাশি চাল, ডালসহ খাদ্য সামগ্রীর সংরক্ষণাগারও পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের খাবার, পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ সন্তোষজনক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা আরও বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার সুপারিশ করেন তিনি।
তিনি আরও জানান, সম্প্রতি কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এবং নরসিংদীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে শীঘ্রই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জনগণের পাশাপাশি পুলিশের মনোবলও এখন আরও বৃদ্ধি পেয়েছে।
