আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৬–কে সামনে রেখে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কাজিপুর উপজেলায় দাওয়াতী মিশন ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলার ঢেকুরিয়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি ডাঃ রেজাউল করিম বেলাল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি আলমগীরহোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা জাকের পার্টির সহ-সভাপতি ইদ্রিস আলী,জেলা জাকের পার্টির সহ-সভাপতি কাজিপুর উপজেলা শাখার জাকের পার্টির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম বেলাল, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের বিশিষ্ট নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৬–এর গুরুত্ব তুলে ধরেন এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী শাহ সূফী খাজাবাবা ফরিদপুরী (রহঃ)-এর জীবনাদর্শ ও মানবতার বার্তা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। উল্লেখ্য, আগামী ১৭–২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল, বাইশরশি, সদরপুরে অনুষ্ঠিত হবে পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন। সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি ঢেকুরিয়া বাজার পদক্ষণ করে জাকের পার্টির পতাকাতলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শান্তিকামী মানুষকে এই মহাসম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলনকে ঘিরে কাজিপুরে জাকের পার্টির ব্যাপক দাওয়াতী কার্যক্রম
