ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে ন্যস্ত হয়েছে। একইভাবে পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে। মন্ত্রীপরিষদের একটি সূত্র ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করে জানায়, নির্বাচনকে সামনে রেখে আগের দিন বুধবার (১০ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তাদের পদ থেকে সরে দাঁড়ান। তাদের পদত্যাগের পর মন্ত্রীপরিষদ আজ এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সংশ্লিষ্ট দুই উপদেষ্টার হাতে তুলে দেয়।
উপদেষ্টা পরিষদে নতুন দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আদিলুর, তথ্যে সৈয়দা রিজওয়ানা
