বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীরআগারগাঁও এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি শুরু করেন।বিক্ষোভচলাকালে একপর্যায়ে বিকেল ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন বিক্ষোভকারীদের একটি অংশ ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে ভাঙচুরের ঘটনা ঘটে।এ সময় বিটিআরসি ভবনসংলগ্ন মসজিদের একাধিক কাচ ভেঙে যায়। ঘটনার সময় সেখানে কর্মকর্তা ও কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। হঠাৎ এই ঘটনায় ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিটিআরসির এক কর্মকর্তা জানান, আকস্মিকভাবে কয়েকশ মানুষ রাস্তা থেকে ভবনের দিকে ইট ছুড়তে শুরু করে। এতে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ছুটির সময় শেষহলেওনিরাপত্তাজনিত শঙ্কায় কর্মকর্তা-কর্মচারীরা তখন ভবন থেকে বের হতে পারেননি বলে তিনি জানান। প্রসঙ্গত, সম্প্রতি বিটিআরসি ‘এনইআইআর’ কার্যক্রম চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিক্রিত ও মজুত থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বুধবার (৩১ ডিসেম্বর) সেই সময়সীমা শেষ হওয়ার পরই বিক্ষোভের সূত্রপাত হয়।
এনই আই আর চালুর প্রতিবাদে বি টি আর সি ভবনে ভাঙচুর
You Might Also Like
Sign Up For Daily Newsletter
Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More