বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সাবেকপ্রধানমন্ত্রীহিসেবে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায়খালেদাজিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানপাশাপাশি তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যেন সবাই মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করেন।এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনিহৃদ্রোগ,ডায়াবেটিস,আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল।
