ছবি: রয়টার্স
ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে ‘বায়রন’ নামের একটি শক্তিশালী ঝড় এগিয়ে আসছে বলে সতর্ক করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। ভারি বৃষ্টিপাত ও তীব্র বাতাসসহ এই ঝড়টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই উপত্যকায় আঘাত হানতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে থাকা লাখো মানুষের ওপর নতুন মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি ছিন্নমূল পরিবারগুলোর জন্য মারাত্মক হুমকি তৈরি করবে। আশ্রয়স্থলগুলো প্রবল ঠান্ডা, ঝড় বা বৃষ্টির তীব্রতার বিরুদ্ধে কোনো সুরক্ষা দিতে সক্ষম নয়—যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার ওপর চাপিয়ে দেওয়া অবরোধ ও চলমান সহিংসতার কারণে সৃষ্টি হওয়া মানবিক সংকট এই আবহাওয়ার দুর্যোগে আরও গভীর হতে পারে। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছে। সূত্র: আল জাজিরা
