ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেবাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদীতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক, দূর-
পাল্লার বাস ও ছোট যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে জরুরি পণ্য পরিবহন ও ঢাকাগামী যাত্রীদের যাত্রায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঘাটে অপেক্ষমাণ একাধিক চালক ও যাত্রী জানান, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হলেও কখন ফেরি চলবে—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মিলছে না। তীব্র শীত ও বাতাসে শিশু ও বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরিঘাটের পন্টুন ফাঁকা রয়েছে; কোনো ফেরি ভেড়েনি। বিপরীতে, ঘাটসংলগ্ন এলাকায় ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখাকার্যালয়েরব্যবস্থাপকমো.সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাট এলাকায় ছিনতাই এড়াতে নৌপুলিশ ও থানা পুলিশ সতর্ক অবস্থায় কাজ করছে।
কর্তৃপক্ষ যাত্রী ও যানবাহন চালকদের ধৈর্য ধারণ এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
ঘন কুয়াশায় দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তি
