ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে কয়েক হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন।দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষার পরও একাধিক ফ্লাইট উড্ডয়নের অনুমতি পায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার তীব্রতায় রানওয়েতে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে, যা নিরাপদ উড্ডয়ন ও অবতরণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।কর্তৃপক্ষ আরও জানায়, টানা কয়েকদিনের কুয়াশার প্রভাবে বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) সাময়িকভাবে ক্যাটাগরি–২ থেকে ক্যাটাগরি–১ এ নেমে এসেছে। এর ফলে বৈরীআবহাওয়ায় ফ্লাইট পরিচালনা আরও সীমিত হয়ে পড়েছে।এদিকে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে না পেরে কলকাতা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত আইএলএস ক্যাটাগরির উন্নতি না হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটের যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে।
