জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংগীত বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ফলাফলে বড় ভিন্নতা দেখা দিয়েছে। জিএস ও এজিএস পদে একটিও ভোট পড়েনি, আর ভিপি পদে মাত্র ৪ ভোট পড়েছে।বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সংগীত বিভাগের ফল ঘোষণা করার পর এই তথ্য জানা গেছে।
অন্যদিকে, একই বিভাগে ছাত্রদল সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব ১২৫ ভোট পেয়েছেন। একই প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা ৪৮ ভোট এবং এজিএস পদপ্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল ১০৮ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, জকসু নির্বাচনের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পূর্ণ ফলাফল এখনও প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ছাত্রদলের ভিপি প্রার্থী এবং ছাত্রশিবিরের জিএস ও এজিএস পদপ্রার্থীরা এগিয়ে রয়েছেন প্রকাশিত ২০টি কেন্দ্রের ফলাফলের অনুযায়ী:
ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল:ভিপি পদ: এ কে এম রাকিব – ২৪০৪ ভোটজিএস পদ: খাদিজাতুল কুবরা – ১১০৪ ভোটএজিএস পদ: এবিএম আতিকুর রহমান তানজিল – ২০০১ ভোটশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল:ভিপি পদ: রিয়াজুল ইসলাম – ২৩১৬ ভোটজিএস পদ: আবদুল আলীম আরিফ – ২৪৮৭ ভোট
এজিএস পদ: মাসুদ রানা – ২২২১ ভোটএই ফলাফল থেকে স্পষ্ট হয়েছে যে, সংগীত বিভাগে দুই প্রধান প্যানেলের মধ্যে ভোটবণ্টন বেশ সমানুপাতিক হলেও কিছু পদে বিশাল ব্যবধান দেখা গেছে।
জকসু নির্বাচন, সংগীত বিভাগে শিবিরের ভরাডুবি
