ছবি: সংগৃহীত
জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ফাইটার জেট ও বোমারু বিমানের মহড়া পরিচালনা করেছে—এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (১০ ডিসেম্বর) জাপান সাগরের আকাশে এই মহড়ায় অংশ নেয় টোকিওর তিনটি ‘এফ-৩৫’ স্টিলথ যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের দুটি ‘বি-৫২’ বোমারু বিমান। চীন ও রাশিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে জাপানও দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছাকাছি যৌথ টহল বাড়ানোয় এর জবাব হিসেবেই এই সামরিক মহড়া আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বলপ্রয়োগের মাধ্যমে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে জাপান ও যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এর আগের দিন, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে জাপানের চারপাশে চীন ও রাশিয়ার যৌথ বোমারু টহলের তথ্য প্রকাশ করে টোকিও। ওই ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান নিজেদের যুদ্ধবিমানও উড়ায়। টোকিও ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটছে।
‘জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া’
