ছবি: সংগৃহীত
চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক অভিবাসন সংক্রান্ত কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার তিনি নতুন একটি ভিসা প্রবর্তন করেছেন, যা গ্রিনকার্ডের চেয়েও বেশি সুবিধাজনক হিসেবে বর্ণনা করা হচ্ছে। ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামের এই ভিসার আওতায়, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য একজনকে দিতে হবে ১০ লাখ ডলার। যদি কোনো কর্পোরেট প্রতিষ্ঠান এই ভিসার মাধ্যমে তাদের কর্মীকে দেশের মধ্যে রাখতে চায়, তবে তাদের দিতে হবে দ্বিগুণ অর্থ, অর্থাৎ ২০ লাখ ডলার। বুধবার (১০ ডিসেম্বর) থেকে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসার জন্য আবেদন করা যাবে অনলাইনে। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এই ওয়েবসাইট চালুর খবর জানান এবং ভিসার সুবিধা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, এই ভিসার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো যোগ্য ও মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। ট্রাম্প বলেন, এটি অনেকটা গ্রিনকার্ডের মতো হলেও এতে আরও বেশি সুযোগ-সুবিধা রয়েছে। কোম্পানিগুলো তাদের পছন্দের কর্মীকে রেখে দিতে পারবে, কারণ সাধারণভাবে যাদের নিয়োগ দেওয়া হয় তারা সবসময় দেশে থেকে যেতে পারে না। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক গ্রিনকার্ড ও ট্রাম্প গোল্ড কার্ডের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন। তিনি জানান, আবেদন শুরু করার সময় ১৫ হাজার ডলার প্রসেসিং ফি দিতে হবে, যা ফেরতযোগ্য নয়। এরপর আবেদনকারীর নথিপত্র যাচাই করা হবে। যাচাই সম্পন্ন হলে আবেদনকারীকে ১০ লাখ ডলার মার্কিন কোষাগারে জমা দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত ফি দিতে হতে পারে। এর আগে, সেপ্টেম্বর মাসে ট্রাম্প হ-ওয়ান বি ভিসা প্রোগ্রামের আওতায় দক্ষ বিদেশী কর্মীদের আবেদন ফি কয়েকগুণ বৃদ্ধি করে এক লাখ ডলারে নির্ধারণ করেন।
“ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা: গ্রিনকার্ডের চেয়ে বেশি সুবিধা, স্থায়ী বসবাসের জন্য ১০ লাখ ডলার”
