আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ার-
লাইন্স। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে বলে জানিয়েছে ভারত।শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে করা বিমান পরিষেবা চুক্তি অনুসারেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।এর আগে বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সময়সূচি ঘোষণা করেন। প্রাথমিক পর্যায়ে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে, যা প্রতি বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।ঘোষিত সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি
ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা শুরু করে
রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি পথে করাচি
থেকে রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায়
অবতরণ করবে।এই নতুন রুট চালুর ফলে বাংলাদেশ
ও পাকিস্তান–এর মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্য, পর্যটন এবং পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও
নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। আধুনিক উড়োজাহাজ ও প্রশিক্ষিত ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
