সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপের জন্য ১২৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলামোটরস্থ দলীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এছাড়া নরসিংদী-২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এর আগে দলটি জানিয়েছিল যে ১০ ডিসেম্বরই প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হবে। এ সংক্রান্ত তথ্য আরও জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসন থেকে লড়বেন হান্নান মাসউদ-সারোয়ার তুষার
