ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক সম্পর্কের সার্বিক অবস্থা নিয়ে আলোচনার অংশ হিসেবে নয়াদিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ-এর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক শেষে দুপুরের কিছু আগে নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে মন্ত্রণালয়ে পৌঁছান। বৈঠকের আগে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়েআলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, সময় সময় হাইকমিশনারদের ডেকে এনে পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় আলোচনা করা হয়। তবে বৈঠকের নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে সোমবার রাতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
