দেশের স্বর্ণবাজারে নতুন করে সর্বোচ্চ মূল্যের রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। এতে ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম সর্বোচ্চ দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা পর্যন্ত পৌঁছেছে।নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী:২২ ক্যারেট স্বর্ণ: ২,২৯,৪৩১ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট স্বর্ণ: ২,১৮,৯৯২ টাকা প্রতি ভরি১৮ ক্যারেট স্বর্ণ: ১,৮৭,৭৩২ টাকা প্রতি ভরিসনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৫৬,৫৩১ টাকা প্রতি ভরি অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬,০৬৫ টাকা থেকে পরিবর্তন হয়নি। ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৫,৭৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪,৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৭৩২ টাকা প্রতি ভরিতে বিক্রি হবে। গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৫০০ ডলারের ওপর পৌঁছেছে। নতুন এই দাম সোমবার থেকে সারাদেশে কার্যকর হবে।