সংগৃহীত ছবি
সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার প্রায় ছয় ঘণ্টার অবরোধের পর অবশেষে পুলিশের সহায়তায় দফতর ত্যাগ করতে সক্ষম হন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত আটটার দিকে তিনি বের হয়ে যান। এর আগে বিকেল তিনটার দিকে ২০ শতাংশ ভাতা চালুর দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয় ঘিরে অবরোধ শুরু হয়। জানা যায়, দুপুর আড়াইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত তিন শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে একত্র হন। পরে মিছিলসহকারে তারা অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন এবংহ্যান্ডমাইকে ভাতার দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা অর্থ উপদেষ্টাকে দফতরে আটকে ফেলেন।অবরুদ্ধ অবস্থায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদঅর্থসচিবখায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে আন্দোলনকারীদের জানানো হয় যে তাদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আন্দোলনকারীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানান এবং সেদিনই প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে অবরোধ অব্যাহত রাখেন।পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অর্থ উপদেষ্টা নিরাপদে দফতর ছাড়তে পারেন।
নন-ক্যাডারদের ছয় ঘণ্টার অবরোধের পর দফতর ছাড়লেন অর্থ উপদেষ্টা
