নির্বাচনি প্রক্রিয়া এগিয়ে চললেও নির্বাচন ঘিরে এখনও উদ্বেগ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ড. বদিউল আলম মজুমদার।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন এখন সঠিক পথে থাকলেও রাজনৈতিক আচরণ ও প্রার্থীদের কর্মকাণ্ডের কারণে সেই পথ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনীতিবিদ ও মনোনীত প্রার্থীরাযদিদায়িত্বশীলতা ও শালীনতা বজায় রাখেন, তবে নির্বাচন নিয়ে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কা থাকবে না।তিনি আরও বলেন, রাজনৈতিক উত্তেজনা কমানো, সহিংসতা পরিহার করা এবং এমপি হওয়ার জন্য অসৎ কৌশল বন্ধ করা গেলে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে তার মতে, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন করা কঠিন।সুশাসন নিশ্চিত না হলে ভবিষ্যতেও জনগণকে বারবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এতে গণতান্ত্রিক কাঠামো আরও দুর্বল হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন।সংলাপে বরিশাল বিভাগের ছয়টি জেলারপ্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সেখানে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি একমাত্র শর্ত নয়। নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।তারা আরও বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
