সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সূত্র তাঁদের পদত্যাগের তথ্য জানায়।জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ছাত্র প্রতিনিধি হিসেবে যে কয়েকজনকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছিল, তাঁদের মধ্য থেকেই এই দুজন দায়িত্ব ছেড়ে দিলেন।২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন মোট ২২ সদস্যের এই উপদেষ্টা পরিষদে দুই তরুণ ছাত্র নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়, যাঁরা এবার বিদায় নিলেন। এর আগেও ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের উদ্যোগে দলটি গঠিত হয়।মাহফুজ আলম প্রথমে ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান এবং পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
অপরদিকে, আসিফ মাহমুদ শুরুতে শ্রম ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত নভেম্বরে প্রয়াত এ এফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন এবং এরপর থেকে স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া—দুটি মন্ত্রণালয়ই পরিচালনা করে আসছিলেন।
