পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক মহাপরিচালক ফয়েজ হামিদকে চারটি অভিযোগে মোট ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক সামরিক আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে রায়ের বিষয়টি প্রকাশ করে। জানানো হয়, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালের ১২ আগস্ট শুরু হওয়া বিচার প্রক্রিয়া প্রায় ১৫ মাস ধরে চলার পর এ রায় ঘোষণা করা হয়েছে। বিষয়টি প্রথম প্রকাশ করে বিবিসি। ফয়েজ হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন সরকারের সময় আইএসআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের আমলে তার ভূমিকা বিশেষভাবে আলোচনায় ছিল।
