যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড বা জামানত প্রক্রিয়া বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি মনে করেন, এটি অস্বাভাবিক কিছু নয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমেরিকার এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশের বিষয় নয়, বরং অনেক দেশকেই এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে দেশগুলোর ইমিগ্রেশন নিয়ে সমস্যা আছে, তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। যারা সেখানে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুবিধা নিয়ে থাকে, তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বেশি।”
তিনি আরও বলেন, “যদি কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং তার মধ্যে বাংলাদেশ থাকে, সেটি আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই এটা আমাদের জন্য দুঃখজনক এবং কষ্টের। যদি গত এক বছরে এই সমস্যাটি সব নাগরিকের ক্ষেত্রেই ঘটতো, তবে বলতাম যে আমরা দায়ী। কিন্তু যেটা ঘটেছে তা দীর্ঘদিনের একটি প্রক্রিয়ার ফল। তাই দায় মূলত পূর্ববর্তী সরকারের।”পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা শুরু থেকেই অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কথা বলছি। সমাধান হবে অনিয়মিত অভিবাসন বন্ধ করা। সম্প্রতি সংবাদে দেখা গেছে কেউ কেউ ভূমধ্যসাগর পার হতে গিয়ে মারা গেছে, আবার কেউ হাবুডুবু খেয়ে উদ্ধার হয়েছে। তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু একই সঙ্গে আইন লঙ্ঘন হয়েছে।”