বিদায় নেওয়া ২০২৫ সাল বিশ্বব্যাপী সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল অত্যন্ত বিপজ্জনক ও সহিংসতায় পরিপূর্ণ একটি বছর। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন International Federation of Journalists (আইএফজে) প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরা হয়েছে।
বেলজিয়ামের ব্রাসেলস থেকে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে মোট ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে।আইএফজের মহাসচিব Anthony Bellanger বলেন,“এই সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়; এটি বিশ্বজুড়ে আমাদের সহকর্মীদের জন্য একটি গুরুতর সতর্কসংকেত।”
প্রতিবেদনে ফিলিস্তিন পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। আইএফজের তথ্য অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধে ২০২৫ সালে শুধু ফিলিস্তিনি ভূখণ্ডেই ৫৬ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। এত অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় এত বেশি সংখ্যক সাংবাদিকের প্রাণহানি আগে কখনো দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাংবাদিক হত্যার পাশাপাশি তাদের গ্রেপ্তার ও কারাবন্দী করার ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। আইএফজে জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে বন্দী, যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি
সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষ অবস্থানে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে বর্তমানে ১৪৩ জন সাংবাদিক আটক রয়েছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিযোগে চীন ও হংকং কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে।আইএফজের মহাসচিব আরও বলেন,
“এত অল্প সময়ে এবং এত সীমিত ভৌগোলিক পরিসরে এত বিপুলসংখ্যক সাংবাদিকের মৃত্যু আমরা আগে কখনো দেখিনি।”তিনি এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়াকে বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে তুলনা করেন এবং সতর্ক করেন যে, বিচার না হওয়ায় হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে।ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে ২০২৫ সালে সাংবাদিক নিহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিহত সাংবাদিকের সংখ্যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব ভিন্ন ভিন্ন। গণমাধ্যম স্বাধীনতা বিষয়ক সংস্থা Reporters Without Borders জানিয়েছে, ২০২৫ সালে দায়িত্ব পালনকালে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা UNESCO–এর হিসাবে নিহত সাংবাদিকের সংখ্যা ৯৩ জন। আইএফজে তাদের প্রতিবেদনে দুর্ঘটনায় নিহত ৯ জন সাংবাদিকের তথ্যও অন্তর্ভুক্ত করেছে।