মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৬ উপলক্ষে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কাজিপুর উপজেলায় দাওয়াতী মিশন ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার খাস রাজবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি আলমগীরহোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা জাকের পার্টির সহ-সভাপতি কাজিপুর উপজেলা পঃ শাখার জাকের পার্টির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম বেলাল, উপজেলা জাকের পার্টি পূর্ব অঞ্চল শাখার সভাপতি বাহার উদ্দিন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন বক্তারা আসন্ন বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৬–এর গুরুত্ব তুলে ধরেন এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী শাহ সূফী খাজাবাবা ফরিদপুরী (রহঃ)-এর জীবনাদর্শ ও মানবতার বার্তা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। উল্লেখ্য, আগামী ১৭–২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল, বাইশরশি, সদরপুরে অনুষ্ঠিত হবে পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন। সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় জাকের পার্টির পতাকাতলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শান্তিকামী মানুষকে এই মহাসম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
