বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজে জাকের পার্টির প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে দেখতে যান জাকের পার্টির প্রতিনিধি দল। এই সময় দলের মহাসচিব মোঃ শামীম হায়দার এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও উপ-প্রেস সচিব আব্দুল লতিফ খান যুবরাজ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খবর নেন এবং জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসা অবস্থান সম্বন্ধে খোঁজ নেন। জাকের পার্টির মহাসচিব বলেন রাজনৈতিতে মতাদর্শের ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু মানুষ হিসেবে দোয়া ও সহমর্মিতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোন ভেদাভেদ নাই থাকা উচিত নয়। বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল নির্দেশে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
