শুক্রবার সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য লাভের দোয়া করেন।
জুমার নামাজের পর বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শান্তিকামী জনগণের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আল্লাহর রহমত ও অনুগ্রহ কামনা করে বলেন এই ভূমিকম্প আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। এখনই সত্য, ন্যায় এবং আল্লাহর মনোনীত পথে ফিরে আসা জরুরি। দেশের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে তিনি আরও বলেন সত্য ও সৎপথ ত্যাগ করে মানুষ যখন অনিয়ম-অন্ধকারের দিকে বাড়াবাড়ি করে, তখন সমাজে বিপর্যয় দেখা দেয়। অসততা, নিষ্ঠুরতা ও লজ্জাহীনতার বিস্তার কোনোভাবেই কল্যাণ বয়ে আনতে পারে না। তিনি বলেন,
দুঃখজনক হলেও সত্য—নামাজ পড়ে মুসলমান, কিন্তু মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ায় না। দরিদ্র মুসলিম শিশুরা খাদ্যের অভাবে দিন পার করে, অথচ ধনী মুসলিম রাষ্ট্রগুলো নির্বিকার।
পরিশেষে, মোস্তফা আমীর ফয়সল মহানবী (সা.) প্রদর্শিত জীবনের অনুসরণ ও সত্য-ন্যায়ের পতাকাতলে দেশবাসীর ঐক্য কামনা করেন।
ভূমিকম্পে আহত-নিহত ও ক্ষয়ক্ষতিতে জাকের পার্টির চেয়ারম্যানের শোক
