ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দক্ষিণ ব্রাজিলের ফোজদো আগুয়াসুতে শহরে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট Mercosur-এর শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলায় যেকোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ শুধু ওই দেশের জন্য নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে উঠবে। ব্রাজিলের প্রেসিডেন্টের মতে, এমন পদক্ষেপ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে এবং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের সমাধান সামরিক পথে নয়, বরং কূটনৈতিক ও শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমেই হওয়া উচিত। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভেনেজুয়েলা ইস্যুতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে Donald Trump ঘোষণা দেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেলবাহী জাহাজগুলো দেশটির জলসীমা ত্যাগ করলে সেগুলোকে অবরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি Venezuela ও United States-এর সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতিতেও ছড়িয়ে পড়তে পারে।
