তেলবাহী মার্কিন সশস্ত্র বাহিনী ছবি: এক্স থেকে নেওয়া
ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি এক তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থামিয়ে জব্দ করেছে। ডোনাল্ড ট্রাম্পের মতে, এই পদক্ষেপ মাদুরো সরকারকে চাপের মুখে ফেলার একটি চেষ্টা।অন্যদিকে ভেনেজুয়েলার সরকার এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে কঠোর সমালোচনা করেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, উপকূলের কাছেই বড় আকারের একটি ট্যাংকার তারা আটক করেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন—ট্যাংকারটি নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলা ও ইরানের তেল পরিবহন করছিল। অল্প কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন, তাঁর দেশ কখনোই তেল নির্ভর কোনো উপনিবেশে পরিণত হবে না। নতুন ঘটনার নিন্দা জানিয়ে কারাকাস বলছে—এটি এক ধরনের আন্তর্জাতিক ডাকাতি। বিশ্বের অন্যতম বৃহৎ তেলভাণ্ডারের মালিক ভেনেজুয়েলা। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো প্রশাসন মাদক পাচারে জড়িত। কিন্তু ভেনেজুয়েলার দাবি—যুক্তরাষ্ট্র তাদের সম্পদ দখল করতে চাইছে। তেলবাহী জাহাজ জব্দের খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা তেল পরিবহনে যুক্ত কোম্পানিগুলোর জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে এবং ভেনেজুয়েলার তেল রপ্তানি আরও বাধাগ্রস্ত হতে পারে।
