আজ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। এই ঘটনায় সামনে এসেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো, যিনি ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) শেয়ার করা বার্তায় মাচাদো দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, “ভেনেজুয়েলাবাসী, স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। আজ আমরা আমাদের জনগণের ম্যান্ডেট কার্যকর করতে এবং ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত।”তিনি দেশের অভ্যন্তরে থাকা মানুষদের সতর্ক থাকার ও একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান। বিদেশে অবস্থানরত ভেনিজুয়েলানদের উদ্দেশেও তিনি বলেন, “আপনাদের সংগঠিত হতে হবে, সারা বিশ্বের সরকার ও নাগরিকদের সঙ্গে যুক্ত হয়ে নতুন ভেনেজুয়েলা গঠনের প্রচেষ্টায় অংশ নিন।”মাচাদো তার বার্তা শেষ করেন, “ভেনেজুয়েলা মুক্ত হবেই!”এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনা হবে এবং মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগের কারণে তাদের বিচার করা হবে। মাচাদো সাম্প্রতিক বছরগুলোতে মাদুরো সরকারের বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক ও প্রতীক হয়ে উঠেছেন।
