আজ (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে কক্সবাজার থেকে প্রায় ১৫১ কিলোমিটার দূরের এলাকায় ৪ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC) এ তথ্য নিশ্চিত করেছে। ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফ অঞ্চলে কম্পন খুবই দুর্বল ছিল, তাই অধিকাংশ মানুষ তা অনুভব করতে পারেননি। EMSC-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০০-র বেশি মানুষ আহত হন। তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এত শক্তিশালী ভূমিকম্প তারা এর আগে অনুভব করেননি।পরদিন ঢাকা ও আশপাশে আরও তিনটি আফটারশক রেকর্ড করা হয়। এতে নতুন করে আতঙ্ক তৈরি হলেও বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
