১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, বাছাই–সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় ১১ জানুয়ারি, আর এসব আপিলের নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে সেদিনই। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটের ৪৮ ঘণ্টা আগে— অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়— প্রচারণা শেষ হবে। নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।