ছবি: সংগৃহীত
ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনার পর অভিযুক্ত শ্যুটারের ভারতে পালিয়ে যাওয়া এবং ভারত থেকে ধারাবাহিক উসকানিমূলক মন্তব্য ও পোস্টের প্রেক্ষাপটে এবার সামনে এসেছে আরও একটি বিতর্কিত মন্তব্য। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল অজয় কে রাইনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্ণেল (অব.) অজয় কে রাইনা দাবি করেন, ওসমান হাদীর পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি সহিংসতার ইঙ্গিতপূর্ণ ভাষায় কোথায় আঘাত করা উচিত—সেটিও উল্লেখ করেন। এমন মন্তব্যে স্পষ্ট হুমকির বার্তা রয়েছে বলে মনে করছেন অনেকেই। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখাদেয় বাংলাদেশের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম এই বক্তব্যকে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি প্রাণনাশের হুমকি হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তবে বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে দেখাতে চাইছেন কর্ণেল অজয় কে রাইনা নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কোনো প্রয়োজন তিনি দেখছেন না। এদিকে, এমন বক্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট মহলগুলো বলছে, এ ধরনের প্রকাশ্য মন্তব্য আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
মাথায় নয়, ঘাড়ে: ভারতীয় কর্ণেল
