ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে গত শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো।বুধবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করে।কাবেয়োর ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে আটক থাকা তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়েও আঘাত লাগে।
এর আগে ভেনেজুয়েলা সরকার হতাহতের নির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে দেশটির সেনাবাহিনী তাদের ২৩ জন নিহত সদস্যের একটি তালিকা প্রকাশ করে।ভেনেজুয়েলার কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে পরিকল্পিতভাবে ও নির্মমভাবে হত্যা করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কাবেয়ো বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় যারা নিহত হয়েছেন তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি নিহতদের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার থেকে ভেনেজুয়েলায় এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।