মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনে-
জুয়েলা প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্র-এর কাছে হস্তান্তর করবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ তাঁর তত্ত্বাবধানে থাকবে। তিনি আরও বলেন, এই অর্থ যেন ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণের কল্যাণে ব্যয় হয়, তা তিনি নিশ্চিত করবেন। এ ছাড়া ট্রাম্প দাবি করেন, আগামী ১৮ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় কার্যক্রম শুরু করতে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, তেল উৎপাদন পুনরায় চালু করতে যে বিপুল অর্থের প্রয়োজন হবে, তার পুরোটা প্রাথমিকভাবে এসব কোম্পানিই বহন করবে। পরে ধাপে ধাপে সেই অর্থ তাদের পরিশোধ করে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্পের আশাবাদ, নির্ধারিত সময়ের আগেই ভেনেজুয়েলায় তেল উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজু-
য়েলার দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো সংস্কার ও পুনর্গঠনে সক্ষম।তবে জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল উৎপাদনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগবে এবংএর জন্য বহু শ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। বর্তমানে দেশটিতে কেবল শেভরন সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।