ছবি:সংগৃহীত
পাকিস্তানে একটি সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ সংস্থার (আইএসপিআর) প্রধান আহমেদ শরিফ চৌধুরীকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়,
রাওয়ালপিন্ডির আইএসপিআর সদরদপ্তরে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি তাকে লক্ষ্য করে চোখ টিপে হাসেন। চোখ টেপার ঘটনাটি ঘটে জিও নিউজ উর্দুর সংবাদকর্মী আবসা কোমাল-এর প্রশ্নের সময়। তিনি সাবেকপ্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সেনাপ্রধান পূর্বে করা মন্তব্যগুলোর ব্যাখ্যা জানতে চান। কোমাল প্রশ্ন করেন— ইমরান খানকে “জাতীয় নিরাপত্তার হুমকি”, “রাষ্ট্রদ্রোহী” এবং “দিল্লির ইশারায়পরিচালিত”— এ ধরনের অভিযোগ কি আগের অভিযোগগুলোর ধারাবাহিকতা? ভবিষ্যতে কি আরও নতুন অভিযোগ যোগ হতে পারে? উত্তরে আইএসপিআর প্রধান বলেন—“আপনি চাইলে আরেকটি পয়েন্ট যোগ করতে পারেন— তিনি একজন মানসিক রোগী।”এই মন্তব্যের পরই তিনি মুচকি হেসে কোমালের দিকে চোখ টিপে ইশারা করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে মন্তব্য করেন—“ক্যামেরার সামনে এত প্রকাশ্যে এমন আচরণ গণতন্ত্রহীনতার পরিচয়।” “তিনি মোটেও পেশাদার সামরিক কর্মকর্তা নন।”“একজন ইউনিফর্মধারী সেনা কর্মকর্তা কীভাবে এ ধরনের অশোভন আচরণ করতে পারেন?” সমালোচকরা মনে করছেন, এই ভিডিও পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে আরও উস্কে দিয়েছে।
সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে নিয়ে বিতর্কে জড়ালেন পাক আই এস পি আর প্রধান
