শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচি আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে কাজিপুর উপজেলা জাকের পার্টির মূল দল ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে এই জনসভার আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন। তিনি বলেন, “জাকের পার্টি শান্তির রাজনীতি করে, ন্যায় ও ইনসাফের বার্তা নিয়ে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে দেশে বারোটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো জনগণের ভাগ্যের পরিবর্তন আসেনি। কারণ প্রতিবারই নির্বাচনে অনিয়ম, ভোটচুরি ও কালো টাকার প্রভাব দেখা গেছে।”
 সভায় সভাপতিত্ব করেন মাইজবাড়ি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি বকুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা কৃষক ফ্রন্টের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহসভাপতি তবিবার রহমান, এবং তারাশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী।
এছাড়াও সভায় বিশেষ বক্তব্য রাখেন ৬২সিরাজগঞ্জ-১ আসনের জাকের পার্টির মনোনয়নপ্রত্যাশী ও কাজিপুর উপজেলা জাকের পার্টির সভাপতি রেজাউল করিম বেলাল। তিনি তার বক্তব্যে বলেন জাকের পার্টি একটি শান্তিকামী রাজনৈতিক দল ৩৬ বছরের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কমুক্ত একটি দল হচ্ছে জাকের পার্টি আপনারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল মার্কায়কে সামর্থন দিবেন। এবং আগমীতে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থেনিতিবিদ অধ্যাপক ডক্টর সায়েম আমীর ফয়সল ছাহেবের নেতৃত্বেকে শক্তিশালী করুন আমরা কথা দিচ্ছি সোনার বাংলা বি- নির্মাণ আমরা করবে।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢেকুরিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।