ছবি: সংগৃহীত
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত এক আকস্মিক হামলায় দুইজন মার্কিন সেনা নিহত হওয়ার পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৩ ডিসেম্বর) সিরিয়ায় সংঘটিত ওই হামলায় দুইজন মার্কিন সেনা এবং তাদের সঙ্গে থাকা একজন দোভাষী নিহত হন। একই ঘটনায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় নিহতদের ‘সাহসী ও দেশপ্রেমিক মার্কিন নাগরিক’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এই হামলার জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এলাকাটিতে ইউনেস্কো ঘোষিত প্রাচীন ঐতিহ্যবাহী ধ্বংসাবশেষ রয়েছে। একসময় অঞ্চলটি ইসলামিক স্টেটের দখলে ছিল। উল্লেখ্য, ইসলামিক স্টেট—যাআইএসআইএস নামেও পরিচিত—একসময় সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলনিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, এই হামলাটি একজন আইএসআইএস সদস্য একাই পরিচালনা করে এবং অভিযানের সময় ওই হামলাকারী নিহত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাকে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও স্থানীয়
অংশীদারদের বিরুদ্ধে আইএসআইএসের একটি গুরুতর ও বিপজ্জনক আক্রমণ হিসেবে অভিহিত করেন। তিনি আরও জানান, আহত তিনজন মার্কিন সেনার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনারা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সমন্বিত কার্যক্রম চালানোর সময় এই হামলার শিকার হন।
সিরিয়ায় দুই মার্কিন সেনা মৃত্যুর ঘটনায় কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি: ট্রাম্পের
