সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপের শিরোপা লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে এই টুর্নামেন্টে দলের ঘোষিত স্কোয়াডে
নেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাকে ছাড়াই
দল ঘোষণা করেছেন কোচ জাবি আলোনসো। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আগামী ৮ জানুয়ারি সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা এবংঅ্যাথলেটিকো বিলবাও। এর পরদিন ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। সবশেষে ১১ জানুয়ারি মাঠে গড়াবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।হাঁটুর ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে আছেন এমবাপ্পে। এই চোটের জন্য সর্বশেষ লিগ ম্যাচেও খেলতে পারেননি তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, সেমিফাইনালে তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। যদিও রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলে তার খেলার মতো ফিটনেসে ফেরার সুযোগ ছিল, তবে ক্লাব কর্তৃপক্ষ ফরাসি এই স্ট্রাইকারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।এদিকে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে স্প্যানিশ কাপের দলে ফিরেছেন লিভারপুলের সাবেক ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড। ডিসেম্বরের শুরুতে শেষ ম্যাচ খেলা এই ইংলিশ তারকা পুরোপুরি সুস্থথাকলে প্রায় এক মাস পর আবার মাঠে নামতে পারেনএমবাপ্পে না থাকায় সুপার কাপে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ সামলানোর দায়িত্ব থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো ডি গোয়েস–এর কাঁধে। মাঝমাঠে আগের মতো স্বাধীন ভূমিকা ফিরে পেতে পারেন জুড বেলিংহাম। পাশাপাশি সাম্প্রতিক লিগ ম্যাচে হ্যাটট্রিক করা গনজালো গার্সিয়াকেও ঘিরে থাকবে বাড়তি নজর। বড় ম্যাচে নিজের ফর্মে ফেরার দারুণ সুযোগ পাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র।