জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেও চলতি বছর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অভিনেতা ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা। তবে রাজনীতি থেকে অবসর ঘোষণার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়মিত সক্রিয় দেখা যায়।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৪২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস নতুন করে আলোচনা তৈরি করেছে। পোস্টে তিনি লেখেন—“সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি।”এই স্ট্যাটাসটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ছয় হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। পাশাপাশি শত শত মন্তব্য ও কয়েকশ শেয়ার হয়েছে, যা স্ট্যাটাসটির ভাইরাল হওয়ার প্রমাণ দেয়।স্ট্যাটাসে কার উদ্দেশে বা কোন ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্য—তা স্পষ্ট না করায় বিষয়টি নিয়ে নানামুখী ব্যাখ্যা করছেন নেটিজেনরা। কেউ এটিকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ একে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়া বলে মনে করছেন।
উল্লেখ্য, সোহেল রানা ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরু হলে সরাসরি রণাঙ্গনে অংশ নেন। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। প্রযোজক হিসেবে তিনি ঐতিহাসিক চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।
রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এমন রহস্যময় স্ট্যাটাস দেওয়ায় স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই প্রবীণ অভিনেতা ও মুক্তিযোদ্ধা।
সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি: সোহেল রানা
