ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নেতারা।সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসি ও বাংলা একাডেমি এলাকা অতিক্রম করে মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় বিভিন্ন হল সংসদের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরাও মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে দুই দফায় বাধা দেওয়ার চেষ্টা করে। তবে মিছিলকারীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—
‘ঢাকা না দিল্লি, বাংলাদেশই আমাদের পরিচয়’,
‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’,‘বাধা এলে লড়াই হবে’,‘রাজপথে লক্ষ হাদি, হাসপাতালে এক হাদি’।