সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ দেওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া। আর ‘না ভোট’ মানে হলো যেভাবে দেশ চলছে, সেই ব্যবস্থাই অব্যাহত রাখা—যার ফলে স্বৈরাচারী কাঠামো টিকে থাকবে।তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে সরকার এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য যে প্রচার কার্যক্রম চালানোর কথা ছিল, তা এখনো যথাযথভাবে শুরু করেনি। সরকারকে তিনি একটি ভারী পাথরের সঙ্গে তুলনা করে বলেন, এই জগদ্দল পাথর সরানো অত্যন্ত কঠিন কাজ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার শিগগিরই প্রয়োজনীয় প্রচার-প্রচারণা শুরু করবে।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার বিষয়ে নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। মোট ৪৮টি সংস্কার প্রস্তাবকে চারটি ভাগে বিভক্ত করে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোট আয়োজন করা হবে। তিনি জানান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই গণভোটকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করছে এবং খুব শিগগিরই জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার কার্যক্রম শুরু করবে, যাতে মানুষ বুঝে শুনে ভোট দিতে পারে এবং জানতে পারে—এই সংস্কারগুলোবাস্তবায়িত হলে কী ধরনের সুফল আসবে।সংস্কার বিষয়ে গণভোট অন্তর্ভুক্তির প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনার দাবিতে তিনি নিজে আদালতে আবেদন করেছিলেন। বিষয়টিবর্তমানেবিচারাধীন রয়েছে। পঞ্চদশ সংশোধনী সংক্রান্তরায়ঘোষণার কথা থাকলেও আপিল বিভাগে তা স্থগিত হয়েছে। উচ্চ আদালত ইতোমধ্যে সংশোধনীটি আংশিকভাবে বাতিল করেছেন এবং আগামী মার্চে এ বিষয়ে শুনানির দিন নির্ধারিত রয়েছে। সে সময় দেশ আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ অন্যান্যরা।
হ্যাঁ ভোট মানে সংস্কার, ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত: বদিউল আলম মজুমদার
