জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে, বিশেষ চেয়ার, বিশেষ সম্মান বা বিশেষ প্রটোকল দেখিয়ে কাউকে নেতা মনে করবে না সাধারণ মানুষ। তিনি বলেন, প্রয়োজন হলে মাত্র ৩০০ ভোট পেলেও চাঁদাবাজদের কাছে কখনো মাথা নত করা হবে না। দেবিদ্বারকে চাঁদাবাজমুক্ত না করা পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাবেন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারের গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর বাজারে নির্বাচনী পদযাত্রা শেষে অনুষ্ঠিত “উঠানে রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, রোজা রেখেও মায়েরা-বোনেরা ভোট দিতে আসবেন,
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণরা তার পাশে থাকবে, আর শ্রমজীবী মানুষ—যারা তার বাবার বন্ধু—তারা এবার নির্বাচনে তার এজেন্ট হিসেবে কাজ করবেন। তার ভাষায়, এবারের ভোট হবে মা-বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি বিশ্বাসের প্রতিফলন। তরুণ ভোটারদের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সমাজে তরুণেরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং কঠিন পরিস্থিতিতেও সামনে দাঁড়ায়। তাই আসন্ন নির্বাচন হবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তিনি বলেন, ভোট ব্যক্তি দেখে দেওয়া হয়, বংশ দেখে নয়। তিনি আরও বলেন, সংসদে যেতে চাইলে জনগণের কাছে আসতে হবে। জনগণের প্রতিনিধি হয়ে কেউ মাতব্বরি করতে চাইলে তাকে নিজের যোগ্যতা দেখাতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন—লাঠি দিয়ে দেশ চালানোর চেষ্টা যারা করে, তারা কি শেখ হাসিনার কথাগুলো ভুলে গেছে? সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণই নেতাকে তৈরি করে, কিন্তু অনেক নেতা জনগণকে গুরুত্বই দেয় না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য মো. নাজমুল হাসান নাহিদ, উপজেলা যুগ্ম সমন্বয়কারী শামীম কাউছার, সাইফুল ইসলাম শামীমসহ অন্যান্য স্থানীয় নেতারা।
“৩০০ ভোট পেলেও চাঁদাবাজদের সামনে মাথা নত নয়: হাসনাত আব্দুল্লাহ”
