সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করা হবে। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলনকক্ষে কমিশনের দশম সভা শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তফসিল ঘোষণার আগে নিয়মমাফিক কিছু কার্যক্রম সম্পন্ন করতে হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার বিষয়ে চিঠি পাঠানো হবে। খুব দ্রুতই রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাৎও সম্পন্ন হবে।ইসি সানাউল্লাহ আরও জানান, তফসিল-পূর্ব পর্যায়ের বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সংলাপ
আয়োজন, আইন ও বিধিমালা হালনাগাদ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশসহ প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ডাকযোগে ভোট (পোস্টাল ভোট) ব্যবস্থা সম্পর্কিত কাজও চলমান রয়েছে।সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, কমিশন সচিব এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
