বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সৌদি আরবের পবিত্র শহর মদিনাকে ‘স্বাস্থ্যবান শহর’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
এই অর্জনের মাধ্যমে মদিনা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম স্বাস্থ্যসম্মত ও উন্নত শহরের মর্যাদা লাভ করেছে।
সৌদি প্রেস এজেন্সি (SPA)-এর তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই এক বিশেষ অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল এর নিকট থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান এই স্বীকৃতি সনদ গ্রহণ করেন।
ডব্লিউএইচও’র এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভের জন্য মদিনাকে প্রায় ৮০টি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে হয়েছে। এই মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত সবুজ পার্ক ও হাঁটার পথ,মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র,
শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম,উন্নত পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি।
গভর্নর প্রিন্স সালমান তাঁর বক্তব্যে বলেন—এই স্বীকৃতি কেবল একটি অর্জন নয়, বরং নাগরিকদের জীবনমান উন্নয়নে সৌদি নেতৃত্বের প্রতিশ্রুতির একটি বাস্তব দৃষ্টান্ত। এটি ভিশন ২০৩০ বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন,
“মদিনার চলমান উন্নয়ন প্রকল্পগুলো শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিকভাবে এটি একটি উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সৌদি আরবের আরও ১৪টি শহরকে ‘স্বাস্থ্যবান শহর’ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো হলো—
জেদ্দা, তায়েফ,তাবুক,আদ-দিরিয়া,উনাইজা,জালাজেল,
আল-মান্দাক, আল-জুমুম,রিয়াদ আল-খুবরা,শরুরাহ
উল্লেখ্য।