ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপ এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এই কম্পনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা দেয়। এর আগে গত শুক্রবার বাংলাদেশেও ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনায় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। পরদিন শনিবার আরও তিন দফায় হালকা কম্পন অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে আগের ভূমিকম্পের আফটারশক।
