নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করায় ব্যয় কিছুটা বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি স্পষ্ট করেছেন যে, অতিরিক্ত ব্যয় বাজেট বাস্তবায়নে কোনো ধরনের সমস্যা তৈরি করবে না। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন যে অতিরিক্ত অর্থের প্রয়োজন জানাবে, সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদারের জন্য বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যার ব্যয়ভার বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেই বাজেট আগে থেকেই নির্ধারিত আছে, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট যুক্ত হওয়ায় সেটি কিছুটা বাড়বে। তবে এতে আর্থিক কোনো সংকট দেখা দেবে না। দুই দিন ধরে নির্বাচন ও গণভোট আয়োজনের জটিলতার কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক দেশের মতো একদিনেই দুই কার্যক্রম সম্পন্ন করা আরও সুবিধাজনক ও কার্যকর হবে।
