রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার সময় যেসব গোষ্ঠী আলবদর ও রাজাকারের দায়ে অভিযুক্ত ছিল, তারা আবারও নির্বাচনে ভোট চাইছে এবং বড় বড় বক্তব্য দিচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মীয় আবেগকে ব্যবহার করে সাধারণ মানুষের মাঝে ভয় তৈরি করার চেষ্টা করছে। কোথাও কোথাও এমন পর্যন্ত বলা হচ্ছে যে নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দিলে ধর্মীয় শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি হামলার হুমকিও দেওয়া হচ্ছে।
মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা এ দেশের মানুষকে দখলদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এখন তারাই আবার জনগণের কাছে সমর্থন চাইছে। তিনি প্রশ্ন রাখেন—এটাই কি তারা স্বাধীন বাংলাদেশ হিসেবে চেয়েছিল? তার বক্তব্যে তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নিজেদেরকে সভ্য দাবি করলেও তাদের আচরণ উল্টো প্রমাণ করে। ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মের প্রকৃত চেতনাকে অনুসরণ না করে শুধুমাত্র বাহ্যিক পরিচয়কে ব্যবহার করা হচ্ছে। দেশের নাগরিকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন তারা এ ধরনের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকে।