সংগৃহীত ছবি
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি রোজা ও পূজাকে “একই মুদ্রার এপিঠ ও ওপিঠ” হিসেবে তুলেছেন।রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিনেরজবানবন্দি গ্রহণ করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কেমামলাটি তদন্তের নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সহকারীনাজমুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।মামলায় উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১% মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। মুসলিমরা বিশ্বাস করেন, ‘আল্লাহর কোনো আকার নেই এবং নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন; যার পুরস্কার আল্লাহ নিজেই দেবেন।’ অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে পূজা করেন।
সুতরাং রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিম সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য এবং এমন উদাহরণ ধর্মীয় উদ্বেগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অভিযোগে বলা হয়, শিশির মনির DSN নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই মন্তব্য প্রকাশ করেছেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।