সংগৃহীত ছবি
নিজেদের উদ্যোগে গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে এবার জায়গা হচ্ছে না সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের। নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদকে ঘিরে দলে সৃষ্টি হওয়া বিরোধের কারণেই তিনি সেখানে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। ফলস্বরূপ, তিনি আবারও সাবেক রাজনৈতিক ঠিকানা গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তবে এখানেও তার কাঙ্ক্ষিত পদ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) উপদেষ্টা পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আসিফ মাহমুদ। পদত্যাগের পরই তার পরবর্তী রাজনৈতিক গন্তব্য নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। এনসিপির একাধিক সূত্র জানায়, আসিফ মাহমুদ দলে মুখ্য সমন্বয়কের দায়িত্ব চান। কিন্তু বর্তমানে এই পদে থাকা নাসিরদ্দীন পাটোয়ারী পদ ছাড়তে রাজি নন। এই মতবিরোধের কারণে এনসিপিতে যাওয়া থেকে সরে এসেছেন আসিফ। এমনকি বুধবার ঘোষিত দলটির প্রাথমিক প্রার্থী তালিকাতেও তার নাম রাখা হয়নি।
অন্যদিকে গণঅধিকার পরিষদের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এনসিপিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে এবার আসিফ গণঅধিকার পরিষদে ফিরতে চাইছেন। এরইমধ্যে দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তবে তিনি এখানে সাধারণ সম্পাদক পদ চান। আর এ নিয়েই দলটির ভেতরে চাপা অসন্তোষ দেখা দিয়েছে, যা বড় ধরনের বিভেদে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। গণঅধিকার পরিষদের একজন উচ্চপর্যায়ের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আসিফ একসময় আমাদের দলে ছিলেন, পরে দল ছাড়েন এবং নতুন দলও করেন। এখন অন্য জায়গায় সুযোগ না পেয়ে আবার ফিরতে চাচ্ছেন। তাকে দলে নেওয়াতে আপত্তি নেই, কিন্তু সাধারণ সম্পাদক পদ নিয়ে পরিবর্তন আনতে গেলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। নূর ভাই কেন তাকে এত গুরুত্ব দিচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি না।” এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আসিফ মাহমুদ আগে থেকেই আমাদের সঙ্গে ছিলেন। এখন আবার ফিরে আসতে চাইছেন—আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।” সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের বিষয়ে তিনি বলেন, “তিনি দলে এলে অবশ্যই সম্মানজনক পদ দেওয়া হবে।”
কাঙ্ক্ষিত পদ নিয়ে টানাপোড়েন: এনসিপিতে বাদ, গণঅধিকার পরিষদেও নতুন বিরোধে আসিফ মাহমুদ
