ছবি: সংগৃহীত
বিচার বিভাগের স্বাধীনতা আরও সুদৃঢ় করতে সুপ্রিম কোর্ট সচিবালয় আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদ সচিবালয়টির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি জানান, সংবিধান অনুযায়ী এখন বিচার বিভাগীয় প্রশাসনের পূর্ণ দায়িত্ব সুপ্রিম কোর্টের আওতায় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যত সরকারগুলো এই সচিবালয়ের কার্যক্রম অব্যাহত ও গতিশীল রাখতে সহযোগিতা করবে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, পৃথক সচিবালয় চালুর ফলে দেশের আইনের শাসন আরও শক্তিশালী হবে। এখন থেকে আইন মন্ত্রণালয় কিংবা বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ আর থাকবে না। গত ৩০ নভেম্বর বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে ২৫ বছর পর বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হয়। নতুন সচিবালয়ই এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালগুলোর প্রশাসনিক ও তদারকি–সংক্রান্ত দায়িত্ব পালন করবে। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট প্রশাসনিক ভবন–৪ এর দুটি কক্ষে
সচিবালয়ের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যের ‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’ ও একটি নতুন পদ সৃজন কমিটি গঠন করেছেন। পাশাপাশি ৭ ডিসেম্বর সচিবালয়ের জন্য ৪৮৯টি নতুন পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।
“সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন”
