ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী গত বুধবার পার্লামেন্ট ভবনের করিডোরে বিরল এক বৈঠকে বসেন। প্রায় ৮৮ মিনিট ধরে চলা এই বৈঠকটি নিয়ে এখন দেশজুড়ে আলোচনা চলছে। আগে ধারণা করা হয়েছিল, তাঁরা শুধু প্রধান তথ্য কমিশনার নিয়োগের বিষয়েই কথা বলবেন। কিন্তু বৈঠক দীর্ঘ হওয়ায় বোঝা যায়, আলোচনা এর চেয়ে অনেক বিস্তৃত ছিল।
ভারতের নিয়ম অনুযায়ী— তথ্য কমিশন, নির্বাচন কমিশন ও ভিজিল্যান্স কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনজন:১) প্রধানমন্ত্রী২) প্রধানমন্ত্রীর মনোনীত এক কেন্দ্রীয় মন্ত্রী ৩) বিরোধীদলীয় নেতা
বৈঠক শেষে রাহুল গান্ধী জানান, আলোচনা শুধু প্রধান তথ্য কমিশনার নিয়োগে সীমাবদ্ধ ছিল না; বরং আটজন তথ্য কমিশনার ও এক ভিজিল্যান্স কমিশনার নিয়োগ নিয়েও বিস্তারিত আলাপ হয়েছে। এ তথ্য ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়।
