ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে মাঠেনামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর আরও দুই দিন পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন। এর আগে নির্বাচন কমিশন (ইসি) জানায়, তফসিল ঘোষণার পরদিন থেকেই দেশের প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের পরবর্তী দুই দিন পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নির্ধারিত সময়ে মোবাইল কোর্টের আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
